সরলতার প্রতিমূর্তি

সরলতা (অক্টোবর ২০১২)

পরিব্রাজক
  • ৪৭
  • ৫৬
ভুমিষ্ঠের পর আমার আর্তচিত্কার শুনে
মাগো-
তুমি ধিক্কার দিয়েছিলে প্রসবের বেদনাকে।
কোলে তুলে নিয়েছিলে আমায় হাসি মুখে।
তোমার হাসি মাখা মুখের ভাষা সেদিন
পড়া হয়নি আমার,
সে ভাষা পড়তে শিখি নাই সেদিন।
একটা অবোধ শিশুকে তুমি মানুষ করে তুলেছিলে।
তার জন্য কোনো পারিশ্রমিক বা বিনিময়
প্রত্যাশা তোমার কোনো দিন ছিল না।
অ আ পাঠ থেকেই
তোমার নিবিড় পরিচর্যায় বেড়ে উঠেছি।
আমার মুখ থেকে উহ্ করে উঠা একটা শব্দ
তোমার হৃদয়ে চিড় ধরাতো।
একসময় প্রেমে পড়লাম প্রেয়সীর।
বেমালুম ভুলে গেলাম তখন তোমায়
ভুললাম তোমার নিঃস্বার্থ ভালবাসা।
তোমার মান-অভিমানের দিকে
কর্ণপাত ছিলনা কোনদিন।
তোমার উপর সামান্য কারণে অভিমান করলে,
তুমি হেসে বলতে - "বড্ড এক রোখা ছেলে আমার"।
অথচ প্রেমিকার অভিমান ভাঙ্গতে কতনা প্রচেষ্টা
অব্যাহত থাকে প্রতিনিয়ত।
বিয়ে করে আলাদা হয়ে গেলাম যখন-
তুমি সেই চাওয়া টুকুও মেনে নিলে।
তখনও আমাদের জন্য তোমার উৎকন্ঠা।
তোমার খোজ নিতে ভুলে গেলেও
তুমি ঠিকই খোজ রাখতে আমাদের।
তোমার সরল মুখে কোন দিন বক্রতা দেখিনি।
আজ কেন যেন মনে হয় -
এ জীবনে যা কিছু দেখেছি, জেনেছি,
কোনটাই তোমার সরলতার সমকক্ষে নয়।
তোমার ভালবাসা তোমার সরলতা-
শিশুর হাসি অপেক্ষা সুন্দর
সবুজ বনানী অপেক্ষা সুন্দর তুমি।
পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি তোমার ভালবাসা তোমার সরলতা- শিশুর হাসি অপেক্ষা সুন্দর সবুজ বনানী অপেক্ষা সুন্দর তুমি। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। ..........// অসাধারণ কবিতার শেষের লাইন কটি....খুব ভাল রাগল...শুভেচ্ছা আপনাকে পরিব্রাজক...........
ঐশী তোমার উপর সামান্য কারণে অভিমান করলে, তুমি হেসে বলতে - "বড্ড এক রোখা ছেলে আমার"। অথচ প্রেমিকার অভিমান ভাঙ্গতে কতনা প্রচেষ্টা অব্যাহত থাকে প্রতিনিয়ত। ----------- মায়ের সাথে জগতের আর কোন কিছুর তুলনা হয় না ! খুব সুন্দর এবং সত্যি কথা লিখেছেন । শুভ কামনা ।
ঐশী , আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
মিলন বনিক সুন্দর কবিতা...মাকে নিয়ে উপলব্ধিটুকু মন ছুয়ে গেল...শুভ কামনা...
মনে ধারণ করুন তাহলে-ই হবে।
রোজিনা সুলতানা রজনী ভাল লাগলো
ধন্যবাদ আপনাকে ।
কায়েস এক কথায় দারুন কবিতা
ভালো লাগাতে পেরেছি তাহলে? ধন্যবাদ।
আশা আপনার মা কি বেঁচে আছেন? আপনি কি আপনার মাকে ভালবাসেন? মা কে খুব মনে পড়ছে। কেঁদেছি অনেক। মানুষকে কাঁদিয়েছেন, হাসবেন কোন সময়?
মায়ের জন্য কেঁদেছেন? এত তারাতারি হাসবেন? তাহলে কাঁদলেন কেন? আর কিছু সময় মায়ের অনুভুতির মাঝে থাকুন। এত তারাতারি হাসা ঠিক না।
আপনি আসলে হাসতে পারেন না। ভুল বললাম কি?
ওসমান সজীব চমৎকার কবিতা
ধন্যবাদ ভাইয়া ।
জনি শেষ পর্যন্ত বোম টা ফাটিয়ে দিলেন? অসাধারণ, বিশ্বাস করবেন কিনা জানি না তবে দিন দিন উন্নতি হচ্ছে, তা বুঝতে পেরেছিলাম। আচ্ছা কার ছোঁয়া পেলেন? বলবেন কি?
আমি কিন্তু ভাই কোন গলা-বারুদের গন্ধ পাই না। কোথায় বোমা ফাটল ? আপনাদের মত মানুষের ছোঁয়া পেলে আর বিশেষ কারু ছোঁয়া লাগার দরকার থাকে? ধন্যবাদ জনি ভাই, অনুপ্রেরণা দেবার জন্য।
মনির মুকুল তিনি আসলেই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। কবিতার বিষয়বস্তুটা সুন্দর।
মনির মুকুল, আপনার মতামতের জন্য ধন্যবাদ । অনেক অনেক ভালো থাকার প্রত্যাশা রইলো।
অথৈ এত তারাতারি কাব্য দিয়ে জল ঝরাতে শিখে ফেললেন? কাব্য দিয়ে অনেক দুরে যাবেন শুধু ঘাত-প্রতিঘাত গুলো এড়িয়ে চলুন। চলার বন্ধুর পথ যেন মসৃন হয় সে দোয়া করি।
অথৈ, আপনার জন্য ও শুভ কামনা রইলো। যে মানুষ অন্যের গুন-গান গাইতে পারে, সেইতো আসল মানুষ। আপনার অনাগত আগামী অনেক সুন্দর হোক।

০৭ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫